পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। (৫ জানুয়ারি) বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন, চুকাইবাড়ি ইউনিয়ন, হাতিভাঙ্গা ইউনিয়ন, চর আমখাওয়া ইউনিয়ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল থেকেই ভোট কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। ইতোমধ্যে তারা ভোট দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুশৃংখল ভাবে ভোট দিতে চান। যে পরিবেশ তারা ইতোমধ্যে পেয়েছেন। কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপকালে তারা বলেন, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকারপ্রয়োগ করতে পারবেন বলে জানান প্রশাসন। ৩৬নং দেওয়ানগঞ্জ আমখাওয়া পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে আওয়ামী লীগের নেতারা ব্যলট পেপার ছিন তাই করে সীল মারেন। পরে প্রিজাইডিং আফিসার মো: আস-হাব উল আখন্দ ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করেন।