দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, গাজীরহাট বাজার সমিতির সেক্রেটারী ওকামটা জামে মসজিদের সভাপতি ইমান আলী গাজী মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বৃহস্পতিবার ১৭ নভেম্বর, ২২ ইং সকাল ৯ টায় ছাদ থেকে পড়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন। উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি এসময় তার এক আত্মীয়ের বাড়ির ছাদের কাজ দেখার জন্য গিয়েছিলেন৷ মৃত্যু কালে স্ত্রী, ৩ পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির ভাই আলহাজ্ব আব্দুল করিমের বাড়ির ২য় তলা নির্মাণ কাজ দেখতে যান ঈমান আলী। এসময় কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন এবং কাজের তদারকি করছিলেন তিনি। হঠাৎ অসাবধানতার কারণে বাড়ির দুই তলার কাজ দেখে সিঁড়ি বেয়ে নেমে আসার সময় লুঙ্গি বেঁধে পড়ে মাথায় আঘাত লেগে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্মরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোনায়েম হোসেন জানান, তার শ্বশুর আব্দুল করিমের বাড়ির নির্মাণ কাজ দেখতে যান তিনি। এসময় লুঙ্গি বেঁধে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে গিয়ে আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উল্লেখ্য, কিছুদিন আগে ঈমান আলী পবিত্র হজ্ব শেষ করে দেশে ফিরেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, সিঁড়ি থেকে পড়ে আওয়ামীলীগ নেতার মৃত্যুর ঘটনা শুনেছি। সাধারণত এটি একটি দূর্ঘটনা বলে মনে হচ্ছে। ঈমান আলীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিমসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।