দেবহাটার কাজীমহল্লা গ্রামের দারুল উলুম তা’লিমুল কুরআন কাজীমহল্লা তাহাজ্জাতুন্নেছা হেফজখানা ও মাদ্রাসার আয়োজনে উক্ত মাদ্রাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান প্রদর্শনী এবংসুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ মার্চ, ২৩ সকাল ১১ টায় উক্ত মাদ্রাসার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলাম টুটুল। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সরকারী কেবিএ কলেজের অধ্যাপক আকবর আলী, সাতক্ষীরা পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল আলম সোহেল, উক্ত মাদ্রাসার শিক্ষকদের মধ্যে আব্দুল আজিজ, কবিরুল ইসলাম, ইমান আলী, রবিউল ইসলাম, আইয়ুব আলীসহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন প্রদর্শনী ও আলোচনা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।