রিয়াজুল ইসলাম/সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় মাঝ সখিপুর এই ঘটনাটি ঘটে।সরে জমিনে তদন্ত জানা যায়, গত ১৬/৩/২০২২রোজ বৃহস্পতিবার দুপুরে আব্দুল মান্নান (৩৭)পিতাঃআব্দুল আজিজ (৬৫)প্রতি দিনের ন্যায় কাজ শেষে বাড়ি ফিরে আসে, এসে দেখে বাড়ির কোন কাজ না করে বউ পাসের বাড়িতে বসে গল্প করছে।তাকে ডাক দেন আব্দুল মান্নান, কাজ না করে গল্প করতে দেখে বউ কে বকাতে এক পর্যায় ধস্তাধস্তিতে রুপ নেয়। পরে বউ রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য তৈরি হলে স্বামী আব্দুল মান্নান বাধা দেয় এবং বাপের বাড়ি তে সংবাদ দিতে বলেন। আব্দুল মান্নান এর স্রী ছাবিনা ইয়াছমিন(২৭) পাশের বাড়িতে যেয়ে বাপের বাড়িতে সংবাদ দেয় এবং সেখানে অবস্থান নেন।এদিকে বউ ইয়াছমিনের সংবাদ পেয়ে তার বোন মোছাঃআরিফা খাতুন (৩০)পিতাঃসেখ আব্দুর শহিদ, ভাই সেখ সওকত( ৪০)সেখ মোসলেমিন(৩২)সহ মোট ৬জন চলে আসে আব্দুল মান্নান এর বাড়িতে,
ততক্ষণে সে কাজের জন্য বাইরে চলে যান, বাড়িতে না পেয়ে তারা অপেক্ষা করতে থাকেন পাশের বাড়িতে।কাজ শেষে বাড়ি ফিরে আসে মান্নান আনুমানিক রাত ৮টার দিকে, বাড়িতে এসে ঘরে ঢোকার সাথে সাথে আগে থেকে ওত পেতে বসে থাকা বউয়ের বোন,আরিফা খাতুন (৩১)পিতাঃসেখ আব্দুর শহিদ,ভাই সওকত (৪৫)ও তাদের ছেলে সহ মোট ৬জন লাঠি সোটা নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে এবং এলো পাতাড়ি ভাবে মারধর শুরু করে, তার ছেলে বাধা দিলে তাকে ধরে রেখে একের পর এক আঘাত করতে থাকেন, লাঠির আঘাতে মান্নান মাঠিতে লুটিয়ে পড়লে বউ, বোন ও তার ভাইয়েরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যান।বাবাকে মাঠিতে পড়ে থাকতে দেখে ।
ছেলে চিতকার করে পাশের লোকজন কে ডাকতে থাকেন, ছেলের চিতকার শুনে পাশের লোকজন এসে মুমুর্শ অবস্থায় তাকে উদ্ধার করে তাত্ক্ষণিক তাকে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তার অবস্থা একটু উন্নতি হয়েছে, এ বিষয়ে আব্দুল মান্নান বাদি হয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।