ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ দেশবাসীর দোয়া এবং সহযোগিতায় ১৮ বছর পেরিয়ে আজ ১৯ বছরে পদার্পণ করেছে র্যাব ফোর্সেস । দেড় যুগের এই দীর্ঘ যাত্রায় দেশের মানুষের মানবাধিকার রক্ষায় বিশ্বস্ততার সাথে কাজ করেছে র্যাব ফোর্সেস । সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, সংঘবদ্ধ অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে সম্মানিত নাগরিকদের জন্য একটি নিরাপদ, সুন্দর, সুখী ও শান্তিপূর্ণ আবাসভূমির লক্ষ্যে নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ র্যাব ফোর্সেস।
নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের সংকল্প এবং জনগণের জানমালের নিরাপত্তায় প্রতিটি পদক্ষেপ সততা ও সাহসের সাথে গ্রহনে র্যাব বদ্ধ পরিকর। বিগত বছরগুলোতে আমাদের কার্যক্রমের মাধ্যমে সম্মানিত নাগরিকদের আস্থা ও ভালবাসা অর্জন করতে পেরে আমরা কৃতজ্ঞ ও গর্বিত ।