বাংলাদেশের ক্রেতাদের দ্রুততম সময়ে অথেনটিক প্রোডাক্ট সরবরাহের লক্ষ্যে ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখে যাত্রা শুরু করেছে নতুন ই-কমার্স সাইট “কুয়্যাক এন বাই”। ক্রেতাদের চাহিদা মেটাতে সর্বোচ্চ সেবা প্রদানের উদ্দেশ্যে কাজ শুরু করা এই প্ল্যাটফর্মটি থেকে ইলেক্ট্রনিক্স, প্রসাধনী, মোবাইল ফোন ও এক্সেসরিজ, গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য অর্ডার করা যাবে।
“কুয়্যাক এন বাই” এর অন্যতম বৈশিষ্ট্য হলো, তাদের মাধ্যমে যে কোন পণ্য ৫ থেকে ১৫ দিনের মধ্যে দুবাই থেকে বাংলাদেশের গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে। প্রতিষ্ঠানটি প্রিমিয়াম পণ্য ক্রেতাদের জন্য ‘এলিট ক্লাব’ সদস্যপদ চালু করেছে, যা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করবে।
শুধু গ্রাহকদের সেবাই নয়, প্রতিষ্ঠানটি শীঘ্রই বিজনেস টু বিজনেস (B2B) সেবাও চালু করার পরিকল্পনা করছে, যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরাসরি পণ্য ক্রয়ের সুবিধা দেবে। উল্লেখ্য, “কুয়্যাক এন বাই” এর বাংলাদেশ এবং দুবাইয়ে দুটি অফিস রয়েছে, যা তাদের কার্যক্রম পরিচালনার মূল কেন্দ্র হিসেবে কাজ করবে।মিরপুর ডিওএইচএস এ অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক জনী, আবদুল্লাহ আল মামুন, আরিফ আরমানসহ সংশ্লিষ্ট অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্রেতাদের জন্য যুগান্তকারী সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
“কুয়্যাক এন বাই” এর এই নতুন উদ্যোগ বাংলাদেশের ই-কমার্স খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
ওয়েবসাইট: www.quacknbuy.com