নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর ২০২৩ ইং উপলক্ষে দেশের সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন, শরীয়তপুরের কৃতি সন্তান, সমাজ সেবক পালং জাজিরার জন নন্দিত নেতা সৈয়দ নজরুল ইসলাম রাসেল পিপিএম। এক বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার (রোজা রাখার) পরে আসে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই ঈদ। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তিনি আরও বলেন বর্তমান সরকার দেশের দারিদ্র বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দুর করে মানুষের আর্থ-সামাজিক ও ধর্মীয় অবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছেন।
ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন – পবিত্র মাহে রমজান মাসের উপহার হিসেবে আমাদের মধ্যে ঈদ একটি পুরস্কার হিসেবে আসে৷ এই একটি মাসের সিয়াম সাধনার এক ফলাফল হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
আমরা যেন ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগাতে পারি এবং একটি সুন্দর ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করতে পারি। তিনি বলেন – আমাদের উচিৎ যাকাতের সুষ্ঠু বন্টন করা এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। দীর্ঘ দুই বছর করোনা মহামারীর কারণে আমাদের যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা ইনশাআল্লাহ এবারের ঈদের জামায়াতের মাধ্যমে আমরা কাধে কাধ মিলিয়ে ভ্রাতৃপ্রেমে আরও যত্নবান হব। আমরা যেন মানুষের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলুন। ‘যত গতি তত ক্ষতি’ ‘অতিরিক্ত গতি পরিহার করুন-দুর্ঘটনামুক্ত দেশ গড়ুন’ ‘গতিকে মারুন জীবনকে নয়’। সুস্থ থাকুন।
নিরাপদ থাকুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি দিন সেই কামনা করি। ঈদুল ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ঈদের আনন্দ সবার জীবন ভরে উঠুক এই বলে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, এই প্রত্যাশায় সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারাক জানান। আর সকলের কাছে দোয়া কামনা করেন।আবারো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, পালং জাজিরার বৈপ্লবিক পরিবর্তন কারী নেতা সৈয়দ নজরুল ইসলাম রাসেল পিপিএম লেঃ কর্নেল অবঃ বাংলাদেশ সেনাবাহিনী।