মোঃ নুরুল ইসলাম,ভোলা জেলা প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্তে বিএনপি জামাত তথা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে। তাদের এসব ষড়যন্ত্র দেশের মানুষ কখনোই সফল হতে দিবেনা। শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে নিজেদের ভেতর সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে আমাদের অস্তিত্ব রক্ষায় শেখ হাসিনার নৌকার বিজয়ের বিকল্প নেই। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতার বিরুদ্ধে বিএনপি জামাত তথা দেশ বিরোধী চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সব ষড়যন্ত্র ও অপশক্তির জবাব দিতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।
৯ ডিসেম্বর দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগ বড় মলংচড়া, সোনাপুর, চাদপুর, চাচড়া ও শম্ভুপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে কেন্দ্র পরিচালনা কমিটির বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ যখন স্মার্ট দেশের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি জামাত তখন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নৌকার বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই।
আলোচনা সভায় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, আবু তাহের মিয়া, মোঃ রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।