নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরার কন্ঠের উদ্যোগে কোরআনের হাফেজদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৫ রমজান সাতক্ষীরা সদরের দহাকুলা পশ্চিম পাড়া বাহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও মাজহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরার কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন, দহাকুলা মিতালী সংঘের সাধারণ সম্পাদক শেখ রিয়াজ ইফতেখার বাণি, বার্তা সম্পাদক জি এম আমিনুল হক, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও সকল শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।