মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধিরা: সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক দৈনিক সিরাজগঞ্জ খবরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরের কুটুমবাড়ী রেস্টুরেন্ট হল রুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সিরাজগঞ্জ খবরেরর সম্পাদক ও প্রকাশক জহির রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন, আরটিভি’র জেলা প্রতিনিধি, দৈনিক কলম সৈনিক পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক সিরাজগঞ্জ খবরের নিজস্ব প্রতিবেদক ইউসুফ দেওয়ান রাজু, সিরাজগঞ্জ খবরের নির্বাহী সম্পাদক মোঃ রেজাউল করিম খান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবায়ের, সিরাজগঞ্জ খবরের তাড়াশ প্রতিনিধি লুৎফর রহমান, কাজীপুর প্রতিনিধি নাবিউর রহমান চয়ন,শাহজাদপুর প্রতিনিধি ময়নুল সরকার,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব মাহমুদ, নাহিদ, রায়গঞ্জ প্রতিনিধি সোহেল রানা, স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, সাব এডিটর সাইদুল ইসলাম আবির, আইটি বিভাগের জহুরুল ইসলাম জর্জসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক সিরাজগঞ্জ খবর পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের পূর্বে দৈনিক সিরাজগঞ্জ খবরের সাব এডিটর সাইদুল ইসলাম আবিরের জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে তাকে ভালোবাসায় সিক্ত করা হয়।