এম এ আশরাফ, স্টাফ রিপোর্টারঃ
ভোলার দৌলতখানে কমিউনিটিং পুলিশ ডে -২০২২ উপলক্ষে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিং ডে” পালন করা হয়। প্রতি বছরের মতো আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন করা হয়েছে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এ বছর অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়, র্যালিটি দৌলতখান থানা থেকে বের হয়ে বাজারের উত্তর মাথা বাসস্ট্যান্ড প্রদক্ষিন করে থানায় এসে শেষ হয়।
র্যালি শেষে দৌলতখান থানায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কমিউনিটি পুলিশিং ডে” অংশগ্রহণ করে দৌলতখান থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান হাসপাতালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান সহ প্রমূখ।