স্টাফ রিপোর্টার , মোঃ দেলোয়ার হোসেন:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ ধনবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যগণ,আহত ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি,জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ সর্বস্তরের জনগণের সঙ্গে বুধবার (০৫ মার্চ) সকাল দশটায় ধনবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় করেছেন । তিনি এসময় সম্মেলন কক্ষে আগত সকলের সাথে পরিচিত হন । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর যোগদানকৃত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার উত্তম কুমার এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সাবিক হোসেন, ফজলে রাব্বী দিনার , ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএম এ ছোবাহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান বিএসসি, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) । প্রধান বক্তব্যে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, “আমি আপনাদের সেবার জন্য সরকার কর্তৃক নিযুক্ত হয়ে এখানে এসেছি । ধনবাড়ীর সকল স্তরের জনগণের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধনবাড়ীর উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে । এজন্য আমার অফিসের দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে । ধনবাড়ীকে আমি নিজের ঠিকানা হিসেবে পরিচিত করতে চাই । ধনবাড়ীকে ‘ধনবাড়ী’ নাম হিসেবেই দেশ বিদেশে পরিচিত করতে চাই “।