লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁও, মাগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্র জনতার উদ্যোগে রবিবার (৯ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- মহিলা দল নেত্রী আনারকলি বেগম ও মনিরা বিশ্বাস, সাবেক উপজেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি সাব্বির হোসেন, ছাত্রদল নেতা আরজু প্রমুখ।
এ সময় জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, বিএনপির নেতা মনিরুজ্জামান মনি, প্রভাষক মোস্তাফিজুর রহমান ও প্রভাষক আবু সুলতান, শরিফ উদ্দিন মাস্টারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণসহ সারাদেশের নারী-শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানান। অনুষ্ঠান সঞ্চলনা করেন ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ।