নুর সাইদ ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। ভোর ৭.৩০ মিনিটে দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কেক কাটা ও র্যালী এবং আলোচনা সভা সে-ই সাথে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত জন্ম বার্ষিকীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও ৪নং উমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুকিত কল্লোল, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, পৌর যুবলীগ সভাপতি ফারুক হোসেন, সম্পাদক কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগ সভাপতি পাস্কায়েল হেমরম,পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।