নুর সাইদ ইসলাম,স্টাফ রিপোর্টার:-নওগাঁর ধামইরহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট থানা অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে (২৯ অক্টোবর) শনিবার সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার চত্বরসহ মুল ফটোক প্রদক্ষিণ করে থানায় অবস্থানে কমিউনিটি পুলিশিং ডে এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভায় পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশি বিশেষ ভূমিকায় প্রতিবছরের নেয় অক্টোবর মাসের শেষে জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।পুলিশের কাজে,সহযোগিতা,বাল্যবিয়ে রোধ,ইভটিজিং প্রতিরোধ,জঙ্গিবাদ-সন্ত্রাস দমন,মাদকের কুফল,নারী-শিশু নির্যাতন,যৌতুক বিরোধী,মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি সংক্রান্তে আলোচ্য বিষয় আলোচিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আজাহার আলী, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম,উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার,কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল,সাধারণ সম্পাদক ও ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, তদন্ত কর্মকর্তা আব্দুল গনি,সাব ইন্সপেক্টর মোকারম হোসেন,জাহাঙ্গীর আলম,জাহিদ হাসান,মাসুদ রানা,শাজাহান আলী,ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো.রিফাতুল হাসান চৌধুরী সৈকত, দপ্তর সম্পাদক মো. ছাইদুল ইসলাম,মো.গোলজার রহমান সাংবাদিক নুর সাইদ ইসলাম জনসাধারণ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।