ধামইরহাটে বিএনপির ডাকা হরতালের বিরুদ্ধে র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নুর সাইদ ইসলাম,স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। গতকাল শনিবার (২৮ অক্টোবর) দিনব্যাপী ক্ষমতাসীন দল আওয়ামীলীগ সরকারের পদ ত্যাগের দাবিতে বিরোধী দল বিএনপি রাজধানীতে মহাসমাবেশ করে। এ মহাসমাবেশকে কেন্দ্র করেই রাজধানীতে ঘটে অগ্নিসংযোগ, পুলিশ নিহত, সাংবাদিকের উপর হামলা, গুলি, ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া- পাল্টাধাওয়া। এতে একজন পুলিশ নিহত হওয়া সহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা আহত হন। এরই ধারাবাহিকতায় বিরোধী দল বিএনপি সারাদেশের সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয়।
জানা যায়, তাঁরই প্রেক্ষিতে আজ রবিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ধামইরহাটে বিএনপি জামায়তের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যে ও অপরাজনীতির হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে, বাংলাদেশ ছাত্রলীগ, ধামইরহাট উপজেলা ও সরকারি এম এম ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ। আওয়ামী দলীয় অফিস হতে পৌর শহরের প্রধান সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোটরসাইকেলে র্যালি শোডাউন করে উপজেলা ছাত্রলীগসহ সরকারি এম এম ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আবু সুফিয়ান হোসাইন ও সাধারণ সম্পাদক মো.আহসান হাবীব পান্নুসহ, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীলসহ, এম এম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সৌরভ বাবু ও সাধারণ সম্পাদক মো. সুমন বাবুসহ উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে বিএনপি’র ডাকা এ হরতালে উপজেলাতে সিএনজি, অটোরিকশা, মটরসাইকেল সহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করতে দেখা গেছে। এছাড়াও ধামইরহাট থানা পুলিশ সর্বাত্মক সচেষ্ট রয়েছে। বিএনপির সকাল-সন্ধ্যা ডাকা হরতালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সবকিছুই পূর্বের মতো স্বাভাবিক রয়েছে।