মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর ধামইরহাটে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫১ তম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি)
শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সমিতির আয়োজনে, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিয়া প্রতিযোগিতা হয়।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী, একাডেমি সুপারভাইজার কাজল কুমার,, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন,কুলফতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশি, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বেলঘড়িয়া দাখিল মাদ্রাসা সুপার আফজাল হোসেন, কাউন্সিলর জেসমিন সুলত, যুবলীগের যুগ্ন সম্পাদক ও শংকরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয় ভিত্তিক ক্রিকেট খেলা চ্যাম্পিয়ন চাকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয় ভিত্তিক ভলিবল খেলার চ্যাম্পিয়ন শংকরপুর উচ্চ বিদ্যালয়দ্বের মাঝে ট্রফি তুলে দেন।