মামুন আহমেদ (স্পেশাল করেসপেন্ডেন্ট) ,ধামরাইঃ ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগান কে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলায় উপজেলার বিভিন্ন স্কুল- কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা তাদের তৈরি বিদ্যুৎ, জ্বালানি, ও পানির অপচয় রোধের যন্ত্রাংশ প্রদর্শন করেন।
আজ বুধবার( ৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক। মেলার তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
এ সময় মামনুন আহমেদ অনীক বলেন, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান মেলা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি করে তা মেলায় উপস্থাপন করেন। এতে তাদের মেধার বিকাশ ঘটে থাকে। এটা দেখে অন্য শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের হাতের তৈরি কাজ নিয়ে বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমানসহ আরো অনেকে।