মাহবুব আলম সরকার স্টাফ স্টাফ রিপোর্টারঃ-ময়মনসিংহের ধোবাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে-২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় থানা চত্বর হতে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর ধোবাউড়া থানা চত্বরে এসে শেষ হয়।এঁরপর ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ টিপু সুলতানের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল হোসেন খান, উপজেলা কৃষক লীগের সম্পাদক আনিসুর রহমান ইমান, স্বেচ্ছা লীগের আহব্বায়ক আফতাব উদ্দিন বাবুল,৩নং ধোবাউড়া সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (মকুল) প্রমুখ আলোচনাকালে উপস্থিত।নেতৃবৃন্দ ধোবাউড়া উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং এর স্বক্রিয় কার্যক্রম পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন। সমাপনী বক্তব্যে ওসি টিপু সুলতান ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগান উচ্চারণপূর্বক উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে সভা শেষ করেন।