
স্টাফ রিপোর্টারঃমাহবুব আলম সরকার: ময়মনসিংহের-ধোবাউড়ায় পৃথক দুটি অভিযানে ৯২ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার রাতে ওসি চান মিয়া, সহকারী পুলিশ সুপার সাগর সরকার, এসআই জাহিদ হাসান ও সামছুল হোসেন সঙ্গীও ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের জয়রামপাড়া ও পূর্ব সোহাগীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী সেকুল ওরুপে শিকল মিয়া (২২) ও রাসেল মিয়া (৩০) এর বাড়ি থেকে ৮০ বোতল ও একই গ্রামের জামাল মিয়া (২৫) পঞ্চানন্দপুর মোড় থেকে ১২ বোতল ভারতীয় মদসহ তাদের গ্রেফতার করা হয়েছে। পরে বুধবার দুপুরে দুটি মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অফিসার ইনচার্জ চান মিয়া বলেন,মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা এবং Mtvকে বলেন যে,
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে ধোবাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।