যৌতুক একটি সামাজিক ব্যাধি, যা নারী নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ধর্মীয় এবং আইনগত দিক থেকে অবৈধ এই কুপ্রথার শিকার হয়ে প্রতিদিনই কোনো না কোনো নারী নিগৃহীত হচ্ছেন।
দেশে যৌতুকবিরোধী কড়া আইন থাকা সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না এই ঘৃণ্য প্রথা। যৌতুকের বলি হয়ে দেশে প্রতি বছর অনেক নারী প্রাণ হারিয়েছেন। পিতামাতা গন হিমশিম খাচ্ছে তার আদরের কন্যা সন্তান কে পাত্রস্থ করতে।নওগাঁর সাধারণ মানুষের দাবি প্রশাসনের উদ্যোগে যদি কোন সচেতনতা মূলক কোন কার্যক্রম হাতে নেয়া হত হয়তোবা কিছুটা পরিত্রন পাওয়া যেত।