নুর সাইদ ইসলাম,স্টাফ রিপোর্টার: নওগাঁর ধামইরহাটের স্থানীয় সংগীত শিল্পীবৃন্দদের আয়োজনে সাক্ষাৎকার গ্রহণে ইউনিকেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার রাজশাহী।
বুধবার সকাল ১১টায় ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আধুনিক বাংলা সাহিত্যে সম্পূর্ণ আলাদা স্টাইলের কবি এস এম আব্দুর রউফ জন্মগ্রহণ করেন নওগাঁ জেলার আমিনাবাদ গ্রামে ১৯৬৫ সালে। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য অর্জন করেন এম এ ডিগ্রী
বর্তমান তিনি ধামইরহাট সরকারি এম এম কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তিনি সফল গীতিকারক। বিশ্বস্রষ্টা ও মানব প্রেমই তাঁর রচনার মূল উপজীব্য। আধুনিক বাংলা সাহিত্যে তিনি একজন সম্পূর্ণ আলাদা স্টাইলের কবি। সাহিত্যক্ষেত্রে অন্যান্য অবদানের জন্য তিনি ২০১০ সালে তিনি “শিশুকবি রকি”সাহিত্য পুরস্কার,২০১৬ সালে “প্রেরণা” সাহিত্য পুরস্কার এবং ২০১৭ সালে নওগাঁ লেখক পরিষদ কর্তৃক “বরেন্দ্রভূমি” সাহিত্য পুরস্কার লাভ করেন।
ইউনিকেয়ারের সাক্ষাৎকারে কবি এস এম আব্দুর রউফ বলেন, আমার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থাবলি: ‘বিভ্রান্ত পৃথিবী ও বিক্ষুব্ধ জীবন'(২০১০) ‘গীতরত্ন’ (২০১১) ‘রৌদ্রনীল মহাকাশ’ (২০১৩) ,’বিষ পেয়ালা শেষ চুমুক'(২০১৪),’প্রেম ও ফুল'(২০১৬),’উঃকি বিবর্ণ মহাপৃথিবী,(২০১৭),’বিচ্ছিন্ন রচনাবলী’ (২০১৮), ‘বিশ্ব লোকে আমার পদার্পণ'(২০২০), এবং ‘গীতি মঞ্জুরী'(২০২২) প্রভূতি আমার গ্রন্থাবলি প্রকাশিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মো.রায়হান হোসেন ইউনিকেয়ার বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার প্রতিষ্ঠাতা ও পরিচালক ,মো. তুহিন হোসেন ছাত্র উনিকেয়ার বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার, মো.নুর আলম ইউনিকেয়ার বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার রাজশাহী, মো.শরিফুল ইসলাম প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ধামইরহাট সরকারি এমএম কলেজ, প্রভাষক(খন্ডকালীন) রাষ্ট্রবিজ্ঞান অত্র কলেজ মো. ইউনুছার রহমানসহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিদ্বয় ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।