নুর সাইদ ইসলাম,স্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাটে জাতীয় চার নেতার স্মরণে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
ইতিহাসে নির্মম হত্যাকাণ্ড ৩ নভেম্বর জেলহত্যা দিবস ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ঘনিষ্ঠ চার নেতাকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই জাতীয় চার নেতার স্মরণে
বৃহস্পতিবার (৩-নভেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ ধামইরহাট পৌর শাখার আয়োজনে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো.মুক্তাদিরুল হক মুক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.দেলদর হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,সহ সভাপতি আবু হানিফ,সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান আলী শাজাহান,নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো.নুরুজ্জামান,উপজেলা যুবলীগের সভাপতি মো.জাবিদ হোসেন মৃদু, সহ সভাপতি মো.সেলিম মাহমুদ রাজু
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনি,খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন,কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আবু সুফিয়ান হোসাইন,সম্পাদক আহসান হাবীব পান্নু,সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু,সম্পাদক সুমন বাবু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমারশীলসহ বিভিন্ন অংক সংগঠনের নেতা কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।