নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ১০ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সরকার কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মনোরঞ্জন মজুমদার ,দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন ,সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে কর্মসূচি প্রণয়ন করা হয়।