জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
‘বিশ্ব স্বাস্থসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর নিয়ামতপুরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক মিডওয়ইফারি ও নার্সেস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রশাসক ড. মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন ডা. তুর্য ও নার্সিং সুপারভাইজার সাজেরা খাতুন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।