স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমূখ।
উল্লেখ্য, আগামী ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত উপজেলায় ৮ ইউনিয়নের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) খেলা অনুষ্ঠিত হবে।