স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক শিশু কিশোরকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। গত শনিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই শিশু কিশোরের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭এপ্রিল বৃহস্পতিবার বিকেলে খেলতে বাড়ির বাইরে খেলতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় শিশু বাচ্চার বাবা-মা খুজতে বের হয়ে না পেয়ে বাড়ি ফিরে আসেন। এর কিছুক্ষণ পর শিশুটি বাড়ি ফিরে আসলে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে শিশুটির মা দেখেন শিশুটির যৌনাঙ্গে রক্ত। এতে তাঁর সন্দেহ হলে শিশুটিকে জিজ্ঞেস করলে বলে প্রতিবেশী ঐ শিশু কিশোর তাকে পাশ্বের পাকা বাড়িতে নিয়ে গিয়ে এরুপ অবস্থা করে। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে ডাক্তারের পরামর্শক্রমে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘ওই শিশু কিশোর সম্পর্কে ভাতিজা হয়। তাদের পরিবারের সাথে কোন ধরনের ঝামেলা নেই। খেলতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় আমরা স্বামী-স্ত্রী মেয়েকে খুঁজতে বের হয়ে না পেয়ে বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পর মেয়ে বাড়ি ফিরে এসে পায়খানা করতে চাইলে মেয়ের মা প্যান্ট খুলে দিলে রক্ত দেখতে পায়। পরে জিজ্ঞেস করলে তার সাথে কি ঘটেছে সব খুলে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি বলে জানান তিনি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিশু কিশোরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।