মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর পত্নিতলায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গ্রামের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করে একটি মাসিক পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনার মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরাই নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেন।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এ কে সাজু ।
নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে কর্মশালার সঞ্চালনায় ছিলেন রাজশাহী অঞ্চলের দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী মোঃ আসির উদ্দীন পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সহকারী বিজ্ঞাপন ম্যানেজার কাজী সামিউল আরিফ শাওন সহ বিভিন্ন ইলেকট্রিক ও পেন মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।