মোঃ সহিদুল ইসলাম : নওগাঁর মহাদেবপুর মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স আর আর বি ব্রিকসকে জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে আজ (১৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরার নেতৃত্বে মেসার্স আর আর বি ব্রিকস অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় জেলার মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় মোবাইল কোর্ট করে মেসার্স আর আর বি ব্রিকসকে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর দায়িত্বে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মো. মলিন মিয়া। মহাদেবপুর থানা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে সহযোগিতা করেন। নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।