মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁ কারাগারে অসুস্থ হাজতির হাসপাতালে মৃত্যু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে মতিবুল মন্ডল (৫৫) নামে এক হাজতি নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন।
২০ ডিসেম্বর বুধবার সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মতিবুল মন্ডল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম বলেন, মতিবুল মন্ডল মারপিট ও বিস্ফোরক মামলার আসামি ছিলেন। তিনি ২৭ নভেম্বর জেল হাজতে আসেন। এরপর ১৪ ডিসেম্বর হঠাৎ করে অসুস্থ হলে তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি আরটিআই রোগে (শ্বাসতন্ত্রের সংক্রমণ) রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান বলে জানান তিনি।