নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে সাপাহার উপজেলা হতে একক প্রার্থী হিসেবে সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিলেন ফজলে রাব্বী ফজলু ও সংরক্ষিত-১ আসনে মহিলা সদস্য হিসেবে ইস্ফাত জেরিন মিনা।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিনের কাছে একক প্রার্থী হিসেবে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ফজলু ও সংরক্ষিত আসনের সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।
এসময় সাপাহার উপজেলা যুব লীগের সহ সভাপতি মিলন চৌধুরী, সাধারণ সম্পাদক বকুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য আল মারুফ শাহ্ চৌধুরী, মোকছেদুল মোমিন, সেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক নুর আলম পিংকি, উপজেলা মহিলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সুমাইয়া তুলি,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক বনি ইসরাইল, সদস্য রাসেল রানা সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লখ্য, আগামী ১৭ অক্টোবর ২০২২ ইং নওগাঁ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।