রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়া-৪ এ মুশফিকুর রহমানের নির্দেশে বিএনপির লিফলেট বিতরণে গণজোয়ার ব্রাক্ষণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন গোপালপুরে শিক্ষকের শিক্ষক প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে আ’লীগ নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন নাটোরে সরকারি গাছ কাটার অভিযোগ ইউনিয়ন জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে ব্রহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযান/ ১৩(তেরো) কেজি গাঁজা উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. মান্নান এর শোডাউন ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূ নিহত মঞ্চ মাতালো বিশ্বপ্রেমের থিয়েটার পারফরমেন্স ‘জালাল উদ্দীন রুমী’ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা: গণতন্ত্র টালমাটাল অবস্থায় টঙ্গীতে তুলার গোডাউনে বিশাল অগ্নুৎপাত ভোলায় জলসিঁড়ির জমজমাট ষষ্ঠ আসর অনুষ্ঠিত কসবায় সাংবাদিকদের মিলন মেলা ও বনভোজন: ঐক্যের আহ্বানে এক অনন্য দিন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকারে ঐক্যবদ্ধ নতুন নেতৃত্বের অঙ্গীকার **চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন— “তারেক রহমান জনগণের হৃদয়ের কথা জানেন”** আশুগঞ্জে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ১/১১ হবে : রাশেদ খান জলঢাকায় বন্ধু মহলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

নওগাঁ ডিসি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ৩০ বছর পর শুরু হতে যাচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

 

সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ ৩০বছর পর নওগাঁয় শুরু হতে হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এমন ঘোষণা প্রদান করেন জেলা প্রশাসক। ইতিমধ্যেই প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই বিষয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এক সময় ফুটবল ও হ্যান্ড বল খেলার জগতে পুরো দেশজুড়ে নওগাঁর দখল ছিলো দীর্ঘদিনের। জাতীয় ফুটবল দলের খেলোয়ার এনামুল হক, আজিম উদ্দিনসহ মাঠ কাপানো অসংখ্য ফুটবল খেলোয়ারদের জন্ম হয়েছে এই নওগাঁয়। কিন্তু ৯০দশকের পর থেকে রাজনৈতিক মেরুকরণ ও উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবসহ বিভিন্ন কারণে খেলার জগত থেকে ধীরে ধীরে নওগাঁর সুনাম হারাতে বসে। খেলার ভুবন থেকে নওগাঁর সেই হারানো ঐতিহ্য ফিরে আনতে নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। সর্বশেষ ১৯৯১-৯৪সাল পর্যন্ত নওগাঁতে আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। এরপর দীর্ঘ ৩০বছর এই টুর্ণামেন্ট আর অনুষ্ঠিত হয়নি। নওগাঁর হারিয়ে যাওয়া খেলার সেই যৌবন নতুন করে ফিরে আনতে এবং বর্তমান ও আগামী প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করতে ঝিমিয়ে পড়া জেলা ক্রীড়া সংস্থাকে উজ্জ্বীবিত করার উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। সেই উদ্যোগের অংশ হিসেবেই চলতি মাসের ২৫তারিখ থেকে নওগাঁ আন্ত:উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে করে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের বের করে আনা অনেক সহজ হবে। পরবর্তিতে আন্ত:জেলা পর্যায়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন একটি সুস্থ্য ও মেধাবী জাতি গঠনে নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। কিন্তু দিন যতই যাচ্ছে ততই আমরা প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে বিলীন করে দিচ্ছি। এতে করে সমাজে নানা ধরণের অপকর্মের আধিক্য বেড়ে যাচ্ছে। বিশেষ করে যুব সমাজ, বর্তমান ও আগামীর প্রজন্মরা খেলাধুলা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে সমাজে অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। অথচ যখন একজন মানুষ নিয়মিত খেলাধুলা করার সুযোগ পায় তখন সেই মানুষ ধীরে ধীরে সকল খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেস্টা করে।

তিনি আরো বলেন,একসময় পুরো দেশজুড়ে নওগাঁর ফুটবল খেলোয়ারদের সুনাম ছিলো। সেই হারিয়ে যাওয়া সুনাম পুনরায় ফিরে আনতে বেশি বেশি ফুটবল খেলার আয়োজন করে জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজে বের করে একটি শক্তিশালী ফুটবল দল গঠন করার কোন বিকল্প নেই। এতে করে নওগাঁর যুবকরা ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে উঠবে। তাই পুনরায় নওগাঁতে নিয়মিত খেলাধুলার একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বিনির্মাণ করতেই মূলত আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে। আশা রাখি নওগাঁবাসী জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার চেস্টা করবে। এতে করে খেলার জগত থেকে নওগাঁর হারিয়ে যাওয়া স্বর্ণালী দিনের রাজত্ব পুনরায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991