স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান দিনভর নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, দোয়া মালফিল, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা। বৃহস্পতিবার বেলা ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মূরালে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর বেলা ১০টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপস্বিথত ছিলেন ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভ’মি) মঞ্জুরুল আলম, ওসি হুমায়ন কবীর, প্রমূখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করেন অতিথিরা।
এদিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়।