নিজস্ব প্রতিবেদক: নওগাঁ মান্দায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫ এর অভিযানিক দল। এসময় দুইজন মাদক পাচারকারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম আব্দুল শুকুর (২৮)। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া এলাকার-মৃত লিয়াকত আলীর ছেলে।
বর্তমানে চট্রগ্রম পটিয়া থানার শান্তিরহাট (বুদ্ধরা) এলাকায় বসবাস করেন তিনি। মঙ্গলবার ১০ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুর জয়বাংলা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে র্যাবের পাঠানো একটি প্রেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল জানতে পারে যে মাদকের বড় চালান নিয়ে একটি কাভার্ড ভ্যান যোগে কুমিল্লা হতে রাজশাহীর দিকে যাচ্ছে।
উক্ত সংবাদ পেয়ে র্যাবের গোয়েন্দা দল প্রথমে রাজশাহীর আমচত্ত্বরে অবস্থান নেয় এবং উক্ত কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করতে থাকে। পরবর্তীতে নওগাঁ জেলার মান্দা ফতেপুর জয়বাংলা মোড়স্থ মহাসড়কের উপর র্যাবের টিম চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্ট পরিচালনার সময় ঢাকা মেট্রো-ট-১৮-৫০১৯ নং একটি কাভার্ড ভ্যান আসলে থামানোর সংকেত দেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন মাদক ব্যবসায়ী (উক্ত কাভার্ড ভ্যান চালক ও হেলপার) কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হলেও হেলফার জানালার খুলে দৌড় দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে কাভার্ড ভ্যানের ভিতরে মালামাল রাখার স্থান হতে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করে।
র্যাব আরও জানায়, আটককৃত আব্দুল শুকুর ও পলাতক হেলপারের পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে।
এঘটনায় আটককৃত আসামি ও হেলপারকে পলাতক আসামি করে দুইজনের বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।