মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁ ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৪ টায় জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এক নং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার (এমপি) নওগাঁ-২
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা নেত্রী আঞ্জুয়ারা,তমা আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামীযুবলী,উপজেলা ছাত্রলীগ, কৃষকলীগ শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,পৌর ছাত্রলীগ,ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য অঙ্গ সংগঠনের প্রায় ১ হাজার নেতা ও কর্মী,স্থানীয় জনসাধারণ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমূখ এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।