নগরীর উপকন্ঠ কাটাখালীতে নিয়মবহির্ভূতভাবে বসানো হচ্ছে কোরবানির পশুর হাট। অভিযোগ রয়েছে, কোন প্রকার টেন্ডার ছাড়াই মাসকাঁটা দীঘি উচ্চ বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে। সরেজমিনে গিয়ে জানা যায়, কোরবানির পশুর হাটে প্রবেশের গেট সাজানো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, গেটের উপরে কোরবানির পশুর হাট এর ব্যানার লাগানো শেষ। মাইকিং করে কোরবানির হাটের ঘোষণা দেওয়া হচ্ছে। বিগত দিনে স্কুলের পরিবেশ ভালো রাখতে এবং স্কুলের শিক্ষার্থীদের বিনোদনের জন্য এবং বয়স্ক পুরুষ ও মহিলাদের হাঁটার জন্য মনোরম পরিবেশ তৈরি করা হয় কাটাখালি পৌরসভার পক্ষ থেকে। স্কুল মাঠে হাট বসানোর প্রতিবাদে কোরবানির হাট ইজারাদার মোঃ রোকনুজ্জামান মানিক দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গত চৈত্র মাসে টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে পশুর হাটের ইজারা পেয়েছি। পূর্বে কোরবানির পশুর হাট বসানো হতো স্কুল মাঠে কিন্তু পরবর্তীতে সেই হাট স্থানান্তর করে হরিয়ান রেললাইনের পাশে জায়গা নির্ধারণ করা হয়েছে।বর্তমানে কাটাখালি পৌরসভা পশুরহাট ১টা। নিয়ম অনুযায়ী কোরবানির হাটের বসানোর প্রস্তুতি চলছে কিন্তু হঠাৎ করেই দেখছি একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধার জন্য স্কুল মাঠে পশুর হাট বসানোর জন্য মাইকিং করছে, হাটে প্রবেশের গেট সাজানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কাটাখালি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু বলেন, পৌরসভার পক্ষ থেকে স্কুল মাঠে হাট বসানোর অনুমোদন দেওয়া হয়নি। পশুর হাটের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে পরামর্শ দেন মেয়র নান্নু। মাসকাটাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন (রুনু) মুঠোফোনে স্কুল মাঠে হাট বসানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুলে আসেন চা খেতে খেতে কথা হবে, বলে ফোন কেটে দেন প্রধান শিক্ষক।