মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টারঃ নড়াইলে গাছে ঝুলন্ত অবস্থায় সালেহা বেগম (৫৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে
নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সালেহা বেগম ওই গ্রামের মৃত সিদ্দিক শিকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাড়ির পাশে জামরুল গাছে সালেহার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন তারা।
নিহতের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে সালেহা পেটে ব্যথাসহ নানা সমস্যায় ভুগছিলেন। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।