মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টার: লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ কর্তৃক ১২(বারো) কেজি গাঁজা ও ০১(একটি) প্রাইভেটকারসহ ০২ কারবারি গ্রেফতার ২
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ সাবু মোল্যা (২৪) ও মোঃ হাফিজুর রহমান (২৭) নামের ০২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ সাবু মোল্যা (২৪) মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে এবং মোঃ হাফিজুর রহমান (২৭) নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুরিয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে। অদ্য ১৮ এপ্রিল’২৪ রাত ২০ঃ৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের জনৈক সবুজ মোল্লার বাড়ির পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ সাবু মোল্যা (২৪) ও মোঃ হাফিজুর রহমান (২৭) দেরকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১২(বার) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।