স্টাফ রিপোর্টারঃ
সকল মানুষের জন্য উন্নত জীবন-মান ও মর্যাদা অর্জন। মানবিক ও নৈতিক রাজনীতির আপোষহীন পথিকৃৎ। এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল নৈতিক সমাজ ।
বৃহস্পতিবার ৩১ শে মার্চ জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গণে উক্ত দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সবার সম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও রাষ্ট্রদূত আমসা আ আমিন এবং মহা-সচিব নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলার হরিপর উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আবু নাসের হোসাইন সরকার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে- উপস্থিত ছিলেন সংবিধান প্রণেতা ডঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সাবেক ভিপি নুরুল হক, ঢাকা ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লেখক ও কলামিস্ট মনিরুল ইসলাম রয়েল সহ দেশের একঝাঁক সুনাগরিক। সম্মেলনে সবাই উক্ত রাজনৈতিক দল ‘ নৈতিক সমাজ’- এর সমৃদ্ধি কামনা করেন।