নবাবগঞ্জ প্রতিনিধি: নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লুটের গরু-ছাগল ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার রাত ১২:৩০ মিনিটে নবাবগঞ্জ থানাধীন চৌরঙ্গী মোড়ে পুলিশের চেকপোস্ট চলাকালে একটি হলুদ-নীল রংয়ের ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ছয়জনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. মোশারফ হোসেন ওরফে মুসা (২৯), মানিকগঞ্জ২. কামরুল কাজী (২৮), ফরিদপুর৩. হাবিবুর রহমান (৩২), মানিকগঞ্জ৪. মোঃ সাইফুল ইসলাম (৩৭), মানিকগঞ্জ৫. মোঃ মোমিন (৩২), ব্রাহ্মণবাড়ীয়া৬. রাজীব মিয়া (২৫), ব্রাহ্মণবাড়ীয়া৭. ইসমাইল হোসেন (২৮), মানিকগঞ্জ৮. সুজন ব্যাপারী (৩৫), নবাবগঞ্জ, ঢাকা৯. মোঃ রবিউল ঢালী (২৭), মানিকগঞ্জ১০. মোঃ তোতা ঢালী (৬২), মানিকগঞ্জ ডাকাতির কাজে ব্যবহৃত হলুদ-নীল রংয়ের ট্রাক বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ভল্ট কাটার সরঞ্জাম ৩টি ডাকাতি করা ছাগল (মূল্য ৪০,০০০/- টাকা) ১টি ডাকাতি করা সাদা রংয়ের গরু (মূল্য ১,২০,০০০/- টাকা) প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর ও আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা (নং ০৫, তারিখ ০৪/০৩/২০২৫) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, “এই অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে পুলিশ
সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।”