শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান এই শ্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (৫/১১)সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবে উদীচী নবীনগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।।
নবীনগর উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড মোঃ ইসহাক, জাসদ সভাপতি শফিকুল ইসলাম, উদীচীর সিনিয়র সহ-সভাপতি কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, ইব্রাহীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, রকিব উদ্দিন নয়ন, সহ-সাধারন সম্পাদক প্রভাষক অঞ্জন নাগ, কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিব শংকর চক্রবর্তী, উদীচীর সদস্য সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, উদীচীর অর্থ সম্পাদক গার্ল স্কুলের সহকারী শিক্ষক স্বরসতী বর্মণ, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী অজয় মূর্খাজী, সদস্য টিটন দাস, কন্ঠশিল্পী মাধব ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, চিত্রশিল্পী সাংবাদিক সঞ্জয় শীল, কবি শুভ চক্রবর্তী প্রমুখ।
বক্তারা একাত্তরের রণাঙ্গনে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে উদীচীর সাংস্কৃতিক কর্মীদের অবদান তুলে ধরেন। শোষণ ও পুঁজিবাদের বিরুদ্ধে, শোষিত মানুষের অধিকার আদায়ে উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পী, কলাকৌশলী, সুশীল সমাজ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয়।