স্টাফ রিপোর্টারঃ
১৭/০৩/২০২২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে। নিহতরা হলেন, নবীপুর গ্রামের আবু হাশেম মিয়ার স্ত্রী জমিলা আক্তার(৬৫) লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী হেনা বেগম ৬০।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জমিলা আক্তার বৃহস্পতিবার ভোররাতে শবেবরাতের রোজা রাখার উদ্দেশ্য রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আশংকাজনক অবস্থায় তাদের দুই বোনকে ঢাকা নেওয়ার পথিমধ্যে তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া হাসাপাতালে বড় বোন ও ঢাকা নেওয়ার পথে ছোট বোনে মৃত্যুর ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের শরীর ঝলসে যায়। প্রাথমিকভাবে ধারণা করা গ্যাস লিকেজ ফলেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
ইউপি চেয়ারম্যান নুরু আজ্জম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটে। তারা ভোররাতে শবেবরাতে রোজা রাখার জন্য রান্না বসালে এই ঘটনাটি ঘটে।