বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

নবীনগরে ৫হাজার মিটার জাল আটক ও জরিমানা

হেবজুল বাহার
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৩৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মা মাছ ও দেশীয় মাছ রক্ষার অংশ হিসেবে উপজেলার তিতাস নদীতে প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, রিং জাল, মশারী জাল আটক করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (০১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের দিক নির্দেশনায় ও থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে এ অবৈধ জালগুলো আটক করেন। এসময় উপজেলা মৎস্য অফিসার উপস্থিত ছিলেন।

এছাড়াও নদীর স্বাভাবিক গতিপথে বিঘ্নিত অবৈধ বাঁশের বেড়া, খেও তৈরির বিরুদ্ধে মোবাইলকোর্টে অপসারণ এবং জরিমানা আদায় করা হয়। নদীতে নৌকায় করে উচ্চ শব্দে সাউণ্ড বক্স বাজানো, অল্পবয়সী ছেলেদের অসংলগ্ন আচরণের কারণে সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়। স্কুল ফাঁকি দিয়ে নদীর ঐপাড়ে আহমেদ হাসপাতালসহ বিভিন্ন কফি শপগুলোতে অল্পবয়সী কোমলমতি শিক্ষার্থীদের অসামাজিক ও অসংলগ্ন আচরণের কারণে তাদের আটক করে শিক্ষক ও অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, এ ধরণের অভিযান অব‍্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991