ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন নৌকার প্রার্থী, ১ জন বিদ্রোহী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আজ সোমবার(৩১জানুয়ারি) ৬ষ্ট ধাপে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বেসরকারীভাবে ভোটের মাধ্যমে বিজয়ীরা হলেন, বিটঘর ইউনিয়ন মেহেদী জাফর দস্তগীর (নৌকা), কাইতলা দক্ষিন ইউনিয়ন শওকত আলি (নৌকা), শিবপুর ইউনিয়ন এম.আর.মজিব(আনারস) বিএনপি স্বতন্ত্র, বিদ্যাকোট ইউনিয়ন জাকারুল হক(নৌকা),নাটঘর ইয়নিয়ন আক্তারুজ্জামান (বিদ্রোহী),বড়াইল ইউনিয়ন জাকির হোসেন (নৌকা),কৃষ্টনগর ইউনিয়ন মুফতী আমজাদ হোসেন আশরাফী(চশমা) বিজয়ী হয়েছেন।