সংবাদদাতা : মোঃ রুবেল মিয়া (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছাত্তার মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. ছাত্তার মিয়া একই ইউনিয়নের মেরকুটা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ও মৃত তোতা মিয়ার ছেলে।
ভুক্তভোগী শিশুর মা জানান, “আমার মেয়ে হঠাৎ ঘরে এসে কান্নাকাটি করতে থাকে। তার শারীরিক অবস্থা দেখে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি এবং পরিবারের সদস্যরা দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে গুরুতর অবস্থায় ভর্তি রাখেন।”
পরে শিশুর মা নবীনগর থানায় অভিযোগ করলে নবীনগর থানা পুলিশের একটি টিম গভীর রাতে অভিযান চালিয়ে মো. ছাত্তারকে গ্রেফতার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটির পরিবারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করি। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষাসহ আইনানুগ সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।