হেবজুল বাহার সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসব মুহূর্তভাবে প্রেসক্লাবের কার্যালয় নবীনগর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে চলছে নানা উৎসাহ উদ্দীপনা এবং ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি নয়া দিগন্ত ও বিজয় টিভির নবীনগর প্রতিনিধি মো. জালাল উদ্দিন মনির ও দৈনিক স্বাধীন সংবাদ এবং সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি। এতে মোহাম্মদ হোসেন শান্তি সভাপতি পদে জয় লাভ করেন অপরদিকে সহ-সভাপতি পদে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার
মো. মনির হোসেন ও এশিয়ান টিভি ও দেশ রুপান্তর পত্রিকার জ.ই বুলবুল প্রতিদ্বন্দিতা করেছেন এতে জ,ই বুলবুল সহ-সভাপতি পদে বিজয় লাভ করেন।সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরে পত্রিকার মোস্তাক আহাম্মদ উজ্জল ও ভোরের দর্পণ পত্রিকার মোঃ দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন এতে দৈনিক যুগান্তরের মুস্তাক আহমদ উজ্জ্বল বিজয় লাভ করেন।সহ-সাধারণ সম্পাদক পদে প্রথম ভোর পত্রিকার মো. কামরুল ইসলাম ও মানবকন্ঠ পত্রিকার মিঠু সূত্রধর পলাশ প্রতিদ্বন্দিতা করেছেন এতে কামরুল ইসলাম বিজয় লাভ করেন।এগারো সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক ঢাকা পত্রিকার তাজুল ইসলাম,প্রজাবন্ধু পত্রিকার অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দৈনিক জনতা পত্রিকার দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মো. সেলিম রেজা,সরোদ পত্রিকার তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল,ফ্রন্টিয়ার পত্রিকার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম বাদল,কার্যকরী সদস্য মাইটিভি ও মানবজমিন পত্রিকার সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,আজকের পত্রিকা ও মোহনা টিভির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল আলম সোহরাব।নির্বাচিত বিজয়ী সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, আমি নির্বাচিত হয়েছি, আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, ক্লাবের সকল সাংবাদিকদের সাথে নিয়ে নবীনগর প্রেসক্লাব তথা সকলের জীবন মান উন্নয়নে আন্তরিক দায়িত্ব পালন করে কাজ করে যাব ইনশাআল্লাহ,আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সেবক হয়ে কাজ করতে পারি।