৫/৪/২১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে এক লাথিতে তরমুজ ব্যবসায়ীর মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে সোমবার(৫/৪) সকালে বাঙ্গরা বাজারে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষনিক খবর পেয়ে বিটঘর দিয়ে পালিয়ে যাওয়ার সময় শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম ও এএসআই মতিউর রহমান অভিযুক্ত সোহেল মিয়া(৩৫)কে গ্রেপ্তার করে। সে কুমিল্লা জেলার কতোয়ালী থানার আশরাফপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। বাঙ্গরা গ্রামে ভাড়াটিয়া হিসেবে ব্যবসা করে আসছিল।
জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজারে সোমবার সকালে ফরহাদ মিয়ার সাথে তরমুজের ব্যবসা নিয়ে সোহেল মিয়ার কথা কাটি হয় । এক পর্যায়ে ব্যবসায়ী ফরহাদ মিয়া(২৫)কে পার্টনার সোহেল মিয়া তলপেটের নিচে লাথি মারলে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পরে। ওই অবস্থায় তাকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। সে বাঙ্গরার মধু মিয়ার ছেলে।
ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply