স্টাফ রিপোর্টারঃ২/৩/২০২২ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে পঁচা ও নষ্ট গোশত বিক্রি করায় দায়ে একজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুরে সলিমগঞ্জ ফাঁড়ি পুলিশ কর্মকর্তাদের ও বাজার কমিটির সহযোগিতায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে মোবাইলকোর্ট পরিচালনা করে এ কারাদন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি মাংসের গুণগত মান পরীক্ষা করে পঁচা ও নষ্ট নিশ্চিত করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।