বুধবার ০৭ এপ্রিল ২০২১ লকডাউনের তৃতীয় দিনে নরসিংদীতে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসনের ‘কুইক রেসপন্স টিম।’ সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার পাঁচদোনা- সাহেপ্রতাপ-চৌয়ালা-সাটিরপাড়া-হোসেন বাজার পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও “কুইক রেসপন্স টিম” এর আহ্বায়ক মো: শাহ আলম মিয়া। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলা, অকারণে ঘর থেকে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা, মাস্ক নেই এমন লোকজনের মধ্যে মাস্ক বিতরণ করাসহ
সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। জেলা পুলিশের সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, আনসার-ভিডিপির সদস্যবৃন্দ এ কর্মসূচি পরিচালনায় অংশগ্রহণ করেন।
সচেতনতামূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম সারোয়ার রাব্বি, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক মঞ্জিলে মিল্লাত, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply