বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১; আহত ৪

পারভেজ মোশারফ
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সমর্থকদের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আজগর আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের আরো চার জন। আহতরা হলেন, চান মিয়া (৫৫), কেতা মিয়া (৫০), আব্দুল হামিদ (৬৫), শাহিন (৩০)।

আজ শনিবার সকালে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী গজারিয়াকান্দী গ্রামের মৃত আশরাফ উদ্দীনের ছেলে এবং খালেক গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের ইউপি সদস্য শাহ আলমের লোকজন সাবেক ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে। ৫ মাস গ্রামের বাইরে থাকার পর আজ সকালে খালেক গ্রুপ পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের টেটাযুদ্ধ বাঁধে এবং টেটার আঘাতে খালেক গ্রুপের ১ জন নিহত হয়। এবং টেঁটাবিদ্ধ হয় দুই গ্রুপের আরও ৪ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991